শহর বহরমপুরে রঙিন মাছের ঠিকানা

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  সারা বিশ্বের মানুষের কাছে রঙিন মাছের চাহিদা অনেক | সে ঘর সাজানোর ক্ষেত্রে হোক বা মানসিক ডিপ্রেশন কাটাতে | শহর বহরমপুরের মানুষও এই ক্ষেত্রে ব্যতিক্রমী নয় | বহরমপুর তথা জেলা সহ জেলার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মানুষ এই রঙিন মাছ কিনতে কিন্তু বহরমপুর শহরের ভিড় জমান এবং এই বহরমপুর শহরের এই রঙিন মাছের ব্যবসা কিন্তু বেশ জাঁকিয়ে বসেছে | তাহলে এবার প্রশ্ন হল শহর বহরমপুর এ কোথায় কোথায় রঙিন মাছ পাওয়া যায়?

রঙিন মাছের পসরা নিয়ে ব্যবসায়ীরা বসেছেন মূলত স্কয়ার ফিল্ড চত্বরে | রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন গোল্ডফিশ, সোয়ান কিং, রেড ] ক্যাপ, প্রিন্টেড কাপ, রেড কার্প, ব্ল্যাক গোল্ডেন, সিল্কেট ফিশ, মলি, রেম্বো, অস্কার, প্যারট, গোড়ামি, এঞ্জেল, crocodile ফিশ সহ আরও বিভিন্ন প্রজাতির মাছ |

শুধুমাত্র জেলা নয় জেলার পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ প্রত্যেকদিন এখানে কিন্তু এই মাছের খোঁজে আসেন | এই মাছের দোকান কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে ; রবীন্দ্রসদন চত্বরে এর সূর্য সেন রোড কাছেই রয়েছে আরও একটি মাছের দোকান | আরও আছে শহরের অন্যতম প্রাণ কেন্দ্র ইন্দ্রপ্রস্থে, লোয়ার কাদাই অঞ্চলে, এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু রঙিন মাছের দোকান |


এছাড়াও জানা যায় অনেক মানুষ বাড়িতে এই রঙিন মাছের চাষ করেন, এবং তা থেকে বেশ লাভজনক উপার্জন ও হয় |

বাড়িতে মাছ রাখা কতটা জরুরি এই প্রসঙ্গে জানতে গেলে বহরমপুর গার্লস কলেজ এর উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক মলয় মন্ডল জানান “মাছ অনেকটা ডিপ্রেশন কাটাতে সাহায্য করে | মাছেদের ঘরে থাকা নিঃসঙ্গতা কাটাতে সাহায্য করে “|
মনোবিদরাও কিন্তু এমন কথাই জানাচ্ছেন | অতিমারী কালে ঘরে রঙিন মাছের চাহিদা কিন্তু মানুষের মধ্যে বেড়েছে |