শহর বহরমপুরে ব্যস্ততা বাড়ছে জগদ্ধাত্রী পুজোর আয়োজনে Jagadhatri Puja Berhampore

Published By: Madhyabanga News | Published On:

রাহি মিত্রঃ বহরমপুরঃ জগদ্ধাত্রী পুজোর আনন্দ নিতে  এক সময়   বহরমপুরের অনেকেই যেতেন  নদীয়া জেলার কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্র  এই পুজোর সূচনা করেছিলেন বঙ্গদেশে ।  এমনটাই বলা হয়ে থাকে ।  এরপরে পশ্চিমবঙ্গের চন্দননগর  ,  শান্তিপুর আরো নানা জায়গায় শুরু হয় জগদ্ধাত্রী পুজোর।  তবে মুর্শিদাবাদের কাগ্রাম ,  বেলডাঙ্গা ,  কান্দিতেও   কিছু জগদ্ধাত্রী পুজো হয় ।  বর্তমানে শহর বহরমপুর  বেশ জমজমাট জগদ্ধাত্রী পুজো নিয়ে।   রাস্তাঘাট রীতিমত আলোয় আলোময় ।

বহরমপুরের  খাগড়া এলাকায় জগদম্বা মন্দির ,   সতীমার মোড় থেকে রাধার ঘাট গঙ্গার ওপারে বাবুজি  সংঘ  এইসব জায়গাগুলোতে রীতিমতো চারদিন ধরে মায়ের পুজো ঘিরে মানুষের  মধ্যে  যথেষ্ট উন্মাদনা চোখে পড়ছে ।  বহরমপুরের  জনবহুল এলাকা কল্পনার মোড়ে গেলেই মনে পড়ে যাবে দিন কয়েক আগে দুর্গাপুজোর কথা ।

কারণ  এমনি আলো-ঝলমল জায়গাটা ।  বহরমপুর  সিটি ক্লাব এবার   নবম  বর্ষে পা রেখেছে   তাদের  জগদ্ধাত্রী  পুজোর  আয়োজনে ।  এখানে  দেবী   সিংহবাহিনী  ।   রাস্তার একপাশে   প্যান্ডেল  করে করা হয়েছে পুজো ,    এবং যেখানে   পুজো হয়েছে  সেখানে  রাস্তার  অপর  পারে রয়েছে আরও একটি প্যান্ডেল।   যেখানে  রয়েছেন মানুষজন বসে ।   রয়েছেন কমিটি র লোকেরাও  ।  তাঁদের কাছ থেকেই  জানা গেল ,  আজ মায়ের  অষ্টমী পুজো  হয়েছে ।  আগামীকাল  নবমীর বিশেষ পুজো।   কোভিড  প্রটোকল   বা করোনা  সতর্কতা  বিধি  এখানে  যে  মানা  হয়েছে তার প্রমান   পাওয়া যাবে  চোখে  না দেখলেও  ।  কানে শুনেই ।

 

কারণ মাইকে   অনর্গল ঘোষিত   হচ্ছে করোনা সতর্কতা  বিষয়ক  ঘোষণা ।   আবার  সেফ ড্রাইভ  সেভ লাইফ এর  সতর্কতা  বার্তা ও   ঘোষিত হচ্ছে  পুজো প্যান্ডেলে।   পুজো কমিটির   সদস্যদের মুখ থেকেই জানা  গেল  ২০১২   সাল  থেকে এর এই পুজোর শুভারম্ভ  ।  এরপর  থেকে   তাঁরা পুজো করে চলেছেন  মূলত  এলাকাবাসি  দের  আনন্দ  দিতেই।  পুজো  উপলক্ষে তাঁরা ছোট খাট সাংস্কৃতিক  অনুষ্ঠানের  আয়োজন করে  থাকেন ।  এছাড়াও বিসর্জনের শোভাযাত্রা   বহরমপুর  সিটি  ক্লাবের  বিশেষ আকর্ষণের ।  জানালেন কমিটির সদস্যরাই।  তবে করোনাকালে তাদের বিসর্জনের শোভাযাত্রা অবশ্য বন্ধ আছে ।   প্রশাসনের অনুমোদন সাপেক্ষে সংক্ষিপ্ত আকারে এবছর হয়ত বা হতে পারে জগদ্ধাত্রী মায়ের   বিসর্জনের শোভাযাত্রা।  এমনটাই জানালেন কমিটির সদস্যরা ।