শহরে বন্ধ পার্ক, বাড়ছে অবসাদ

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুর শহরে চোখ ধাঁধানো বহুতল  থাকলেও নেই বাচ্চাদের খেলার জায়গা | অবসাদে ভুগছে শৈশব | শহরের নামকরা কিছু জায়গায় পার্ক রয়েছে, তবে বেশির ভাগই তালা বন্ধ | অযত্নে, অবহেলায় পড়ে আছে খেলার জায়গা, তৈরী হচ্ছে জঙ্গল | অধিকাংশ পার্কে নেই জল নিকাশি ব্যবস্থা, ফলে জল জমছে পার্কে। বন্ধ শিশুদের  খেলা।

বহরমপুর সবচেয়ে বড়ো মাঠ বলতে স্কয়ার ফিল্ড  এবং YMA মাঠ ; কিন্তু সেখানে তো বড়োদের খেলার আসর, তরুণ-তরুণীদের গল্পের জায়গা বা প্রবীণদের অবসর কাটানোর জায়গা | শিশুরা পাচ্ছে না খেলার সুযোগ।

গঙ্গার ধার সবুজায়ন হয়েছে, জেলায় গড়ে উঠেছে প্রকৃতি তীর্থ |তবে শহর বহরমপুর থেকে তাঁর দূরত্ব অনেকটাই | অতিমারী কালে বাচ্চারা এমনি তাদের শৈশব ভুলতে বসেছে |মুঠো ফোন এই তাঁদের জীবন বন্দী |

আমজনতা কে জিজ্ঞেস করলে জানান, সরকারি তরফ থেকে কোনো কিছুই তৈরী হয়নি | তবে এ দায় শুধু প্রশাসনের নয়, দায় অভিভাবকদের ও |মুঠো ফোন ও পড়াশোনার অতিরিক্ত চাপ ভুলিয়ে দিয়েছে খেলার মাঠ, পার্ক |বাচ্চাদের এগিয়ে যাচ্ছে অজানা অবসাদে |