শনিবারের করোনাচিত্র, সংক্রমণ কমেছে জেলাতেও

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৯মেঃ শনিবার করোনার সংক্রমণ কমল মুর্শিদাবাদে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। বৃহস্পতিবার নতুন করে ২২৮ জন এবং শুক্রবার ১৯৭ জন  আক্রান্ত হয়েছিলেন। সেই তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যা । শনিবার  সুস্থ হয়েছেন ৩৫৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের।

 

রাজ্যেও কমেছে সংক্রমণ। শনিবার আক্রান্ত হয়েছেন ১১,৫১৪ জন। মৃত্যু হয়েছে ১৪৮ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ১,০২,৩৯৮। শনিবার টেস্ট হয় ৬৩,৫১৮। রাজ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১৮,৭৭৪ জন।

See also  আনারসেই জব্দ বহু রোগ - আগে জানতেন ?