শতাব্দী সভা ছাড়তেই ফাঁকা হয়ে গেল মাঠ , খড়গ্রামে সভায় বিড়ম্বনায় তৃণমূল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কর্মীসভা খড়গ্রামে। তারকা সাংসদ শতাব্দী রায় মঞ্চ ছাড়তেই ফাঁকা হল সভার মাঠ।  মঙ্গলবার বিকেলে খড়গ্রামের কল্যাণপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখ্রুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়, বিধায়ক আশীষ মার্জিত, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, হুমায়ুন কবীর সহ দলীয় নেতৃত্ব। মঞ্চে ভাষণ দেন  শতাব্দী রায় ।

এদিন সভায় শুরু থেকেই ভিড় ছিল প্রচুর মানুষের। তবে অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় সভাস্থল ছাড়তেই কার্যত ফাকা হয়ে যায় সভাস্থল। যদিও এই ঘটনায় অস্বস্তিতে পরে সামাল দেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। খড়গ্রামের বিধায় আশিস মার্জিতের দাবি, শতাব্দী রায়ের ভাষণের পরেই মানুষ ভেবেছেন সভা শেষ। তাই উঠে গিয়েছেন মানুষও।