শক্তিপুরে নদীতে ডুবল গাড়ি, সিট আঁকড়েই বসে ছিলেন রোগী

Published By: Madhyabanga News | Published On:

শক্তিপুর ঘাটে ভাগীরথীতে ডুবে যাওয়া গাড়ি উদ্ধার হল অবশেষে। গাড়ির  ভেতরে সিট আঁকড়েই বসে ছিলেন রোগী। রোগীর  মৃতদেহ সমেত গাড়িটি উদ্ধার হয়। সোমবার দুপুরেই রামপাড়া ঘাটের উদ্দ্যেশ্যে শক্তিপুর ঘাটে আসে গাড়িটি। নৌকায় ওঠার সময় গাড়ির চালক নিয়ন্ত্রন হারায়। অন্যান্য যাত্রীরা গাড়ি থেকে নামলেও গাড়িতেই ছিলেন একজন রোগী। জলে ডুবে যায় গাড়িটি।
রোগী নিয়ে ভাগীরথীর জলে ডুবে গেল গাড়ি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের শক্তিপুর ঘাটে। স্থানীয় সুত্রে জানা যায়, শক্তিপুর ঘাট পার হয়ে রামপাড়া ঘাটের দিকে যাচ্ছিল যাত্রীবাহি গাড়িটি। নৌকায় ওঠার সময় গাড়ির চালক ব্রেক কষলেও ব্যর্থ হয়ে সরাসরি ভাগীরতী নদীতে ডুবে যায় ।

জানা যায়, ,রোগীর নাম সারথি মন্ডল, বয়স ৬০ বছর। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসে ব্লক প্রশাসনের দল, শক্তিপুর থানার পুলিস। ঘাটে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। উদ্ধার কাজে নামে দুটি নৌকা। নদী থেকে গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দলকেও খবর দেওয়া হয়েছে। নদী পাড়ে অসংখ্য মানুষ ভিড় করেন।