লোকাল ট্রেনে এক্সপ্রেসের ভাড়া ! ক্ষোভ ভগবানগোলায়

Published By: Madhyabanga News | Published On:

লোকাল ট্রেনের চাকা গড়াতেই ভাড়া নিয়ে ক্ষোভ স্টেশনে। যাত্রীরা দেখেন লোকাল ট্রেনে   ১০ টাকা ভাড়া বেড়ে হয়েছে ৩০ টাকা। কেন হঠাৎ ভাড়া বৃদ্ধি? যে প্রশ্ন নিয়ে বিক্ষোভ টিকিট কাউন্টারের  সামনে।

যাত্রীদের একাংশ বলছেন দীর্ঘদিন পর লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পর  কোনরকম বিজ্ঞপ্তি ছাড়া ভাড়া বৃদ্ধি হয়েছে। দূরত্ব ৫ কিমি হোক বা ১০ কিমি- ন্যুন্যতম ভাড়া ১০ টাকা থেকে ভাড়া  বেড়ে ৩০ টাকা হয়েছে যা নিত্য যাত্রীদের কাছে বোঝা ছাড়া কিছু না।

রোজ ভগবানগোলা থেকে বহরমপুর আসতে ৩০ টাকা ভাড়া গুনলে- চলবে কী  ভাবে? প্রশ্ন যাত্রীদের। রেল কর্তৃপক্ষের কাছে যাত্রীদের দাবি, ভাড়া কমাতে হবে দ্রুত। রেল কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, সমস্ত রকম প্যাসেঞ্জার এবং মেল ট্রেনে – এক্সপ্রেস ট্রেনের ভাড়া লাগবে এবং লোকাল ট্রেনের জন্য লোকালের ভাড়াই লাগবে। ভগবানগোলা ষ্টেশন ম্যানেজার বলছেন, বিজ্ঞপ্তি দেওয়া আছে। না দেখেই বিক্ষোভ শুরু করেন যাত্রীদের অনেকেই। কত গুলো লোকাল এবং মেল এক্সপ্রেস ট্রেন চলছে সেই সংখ্যাও নির্দিষ্ট করে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে যাত্রী সুবিধার ক্ষেত্রে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ ও রেল পুলিশ। ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা।