এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

লোকসভা ভোটের আগে উত্তপ্ত রানীনগর

Published on: February 21, 2024

নিজস্ব সংবাদদাতা রানীনগর :লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত রাণীনগর। এক কংগ্রেস কর্মীর মৃত্যু জখম এক তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। গতকাল রাণীনগর থানার নজরানা গ্রামে তৃণমূল ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং তারপর এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। এর পর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ রানীনগর এ। অভিযোগ এনামুল হক মন্ডল (75) নামে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করেছে তৃণমূল।যদিও পুলিশ গণপিটুনির অভিযোগ মানতে নারাজ। ময়নাতদন্তের জন্য এনামুলের মৃতদেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুপক্ষ দুপক্ষের বিরুদ্ধে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উল্লেখ্য বেশ কিছুদিন ধরে রানীনগরের এই নজরানা গ্রাম রাজনৈতিক সংঘর্ষে বারংবার উত্তপ্ত হয়ে ওঠে। এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now