লোকগানে বর্ষবরণ বহরমপুরে, জমজমাট মুর্শিদাবাদ কনক্লেভ

Published By: Madhyabanga News | Published On:

লোকগানে মাতল বহরমপুর। বহরমপুর রবীন্দ্রসদনে বছরের শেষদিন লোকগান পরিবেশন করলেন গোরভাঙ্গার শিল্পীরা। লোকগানে মাতোয়ারা হল শহর।

বহরমপুর রবীন্দ্রসদনে চলছে  মুর্শিদাবাদ কনক্লেভ । ৩০ ডিসেম্বর শুরু হওয়া কনক্লেভ চলবে ১ জানুয়ারি পর্যন্ত। কনক্লেভ উপলক্ষ্যে সদন চত্বর হয়ে উঠেছে গ্রাম।  তাঁত নিয়ে বসেছেন হরিহরপাড়ার তরতিপুরের শিল্পীরা। বুনছেন গামছা। এই তরতিপুরের গামছাই রাজ্যজুড়ে বেলডাঙ্গার গামছা নামে বিক্রি হয়। পাশেই মাটির পুতুল থেকে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ নিয়ে বসেছেন কর্ণসুবর্ণ লাগোয়া কাঁঠালিয়ার শিল্পীরা। পাশেই দেখা যাবে  এগলেই পাটের পুতুল বানাচ্ছে জীবন্তীর এক শিল্পী।

এতো গেল মুর্শিদাবাদ স্পেশাল হাতের কাজ। এর সাথেই একই চত্বরে গরম গরম কলাইয়ের রুটি তৈরি করছেন গ্রামের মহিলারা। পাশেই ফুডকোর্টে পাওয়া যাচ্ছে হরেক স্বাদের কাবাব, বিরিয়ানি। সব নিয়ে জমজমাট বহরমপুর রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ কনক্লেভ।

গান শোনান গোলাম ফকির, আমিরুল ফকির, উত্তরা বৈদ্য।  শুক্রবার রাত্রে গান শোনান চিকিৎসক অনির্বাণ দত্তও।