মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের লালবাগে আমবাগানে উদ্ধার হল যুবতীর দেহ। রবিবার বিকেলে লালবাগের এলাহিগঞ্জে শকুনতলা এলাকায় ইটভাঁটা সংলগ্ন আম বাগানে অজ্ঞাত পরিচয় যুবতীর ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। দৃশ্য দেখে আতঙ্কে স্থানীয়রা। যুবতীর দেহ উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় মুর্শিদাবাদ থানার পুলিশ।
লালবাগে আম বাগানে একী অবস্থা যুবতীর ! আঁতকে উঠছেন প্রত্যক্ষদর্শীরা Murshidabad
Published on: July 4, 2022















