এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

লালনের গানে সকাল হল নবাবের শহর মুর্শিদাবাদে

Published on: April 1, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ “ এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান জাতি গোত্র নাহি রবে”, গেয়েছেন লালন সাঁই । সেই গানেই ঘুম ভাঙল নবাবের শহর মুর্শিদাবাদের। দক্ষিণ দরজার সামনে মনসুর ফকির গেয়ে উঠলেন, “ তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না”। সঙ্গত দিলেন অভিনেতা বাদশা মৈত্র, টুনটুন ফকির। নবাবের শহর মুর্শিদাবাদ দেখল এক অন্য রকম সকাল। মাটির সুরে মাতোয়ারা হল সকালের মেঘলা আকাশ । কন্ঠে গান, বুকে সুর নিয়ে পথ হাঁটলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা বাউল ফকিররা।
শনিবার সকালে শহর মুর্শিদাবাদের রাস্তাজুড়ে চলল প্রাণের উৎসবের মহড়া। সিংঘি হাইস্কুলের সামনে থেকে প্রভাত ফেরীর মাধ্যমে শুরু হল ভাগীরথী বাউল ফকির উৎসব। প্রভার ফেরীতে শামিল কচি কাঁচা থেকে বিশিষ্টজনেরা। মানুষের সাড়া পেয়ে খুশি উদ্যোক্তারাও । মুর্শিদাবাদের ঐতিহাসিক পার্কের আমবাগানে শনিবার ও রবিবার চলবে এই উৎসব। অশান্ত সময়ে মানুষের মিলনমেলা হয়ে উঠুক ভাগীরথী বাউল ফকির উৎসব, চাইছেন উদ্যোক্তা থেকে শিল্পীরাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now