লালগোলা শিয়ালদহ রুটে কোন ট্রেন চলবে কখন

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন ডেস্কঃ ৯ নভেম্বরঃ সাড়ে সাত মাস পর বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে সীমিত লোকাল ট্রেন। পূর্ব রেলর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনে মোট ৪১০ টি ট্রেন চলবে। করোনাভাইরাসের আগে সেই সংখ্যাটা ছিল ৯১৫ টি।শিয়ালদহ-রানাঘাট-লালগোলা রুটে চলবে ১০ টি ট্রেন। তার মধ্যে দুটি মেমু হবে । লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে রেল। ট্রেনে স্যানিটাইজেশনের কাজ চলছে। স্টেশনের বিভিন্ন চত্বরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । ট্রেনের ভিতরে আসন, হাতলেও স্যানিটাইজেশন করা হচ্ছে। সোমবার লালগোলা স্টেশনে দেওয়া ট্রেনের সময় সূচি অনুসারে জানা যাচ্ছে রানাঘাট থেকে লালগোলা যাওয়ার ট্রেন রয়েছে সকাল ১০.৫৩, দুপুর ১২ টা ৪০, বিকেল ৪ টে ৩০ ও রাত্রি ৮ টা ১০ মিনিটে । এবং শিয়ালদহ থেকে লালগোলা আপ ট্রেনের সময় রাত্রি ৯ টা ৫৫। লালগোলা স্টেশন থেকে রানাঘাট যাওয়ার ট্রেনের সময় সময় ভোর ৩ টে ৫৫, দুপুর ১২ টা ১০ , দুপুর ১ টা ৫৫, সন্ধ্যে ৭ টা ৩৫ মিনিটে। তার মধ্যে লালগোলা সিয়ালদহ ডাউন ট্রেনের সময় ভোর ৪ টে ৫০। সব স্টেশনে যাত্রীদের করোনা সংক্রান্ত সতর্কতা মেনে চলতে হবে।জানা যাচ্ছে মাঝের সিট ছেড়ে বসতে হবে যাত্রীদের। মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনের প্রবেশ পথে, ফুট ব্রিজ বা অন্যত্র জটলা করা নিষেধ রয়েছে।