এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

লন্ডনের মন জয় দোস্তজীর , মুর্শিদাবাদ থেকে লণ্ডনঃ দোস্তজী

Published on: October 21, 2021

লন্ডনে দেখানো হল তরুণ পরিচালক প্রসুন চট্টোপাধ্যায়ের  Prasun Chatterjee ছবি ‘দোস্তজী’।  BFI London Film Festival –এ দেখানো হয় এই ছবি।

দোস্তজী’তে কাজ করেছেন মুর্শিদাবাদের দুই শিশু। শ্যুটিং’এর বড় অংশও হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে। নয়ের দশকের প্রেক্ষিতে তৈরি হয়েছে এই সিনেমা। বাবরি মসজিদ, মুম্বই ব্লাস্টের  ঘটনা দুই শিশুর বন্ধুত্ব কী প্রভাব ফেলে সেই ছবিও উঠে এসেছে দোস্তজীতে।

BFI London Film Festival –এ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এই সিনেমা। নজর কেড়েছে শিশুদের অভিনয়ও। দোস্তজী’র সাফল্যে খুশি সিনেমার কলাকুশলীরাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now