১৬ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার পাড়ায় সমাধান। এই বছর দুয়ারে সরকারে নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সকল মহিলাদের জন্য আর্থিত সহায়তার একটি স্থায়ী বন্দোবস্ত করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সকল পরিবারের নারীরা আর্থিক ভাবে স্বনির্ভর হতে পারেন ও নিশ্চিত রোজগারের মাধ্যমে পরিবারের সার্বিক উন্নতিসাধন করতে পারেন সেজন্যই এই প্রকল্প এনেছে সরকার ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে “দুয়ারে সরকার” ক্যাম্পে প্রকল্পটির ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে।
এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি শ্রেনির মহিলারা মাসে ১০০০ করে এবং অন্যান্য মহিলারা মাসে ৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন । নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা পাবেন ।
আবেদনের জন্য নিজেদের ছবি, আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, জাতিগত শংসাপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথির ফোটোকপি এবং তথ্য নিয়ে নিজেরা ক্যাম্পে যেতে হবে । ক্যাম্পে বসে ফর্ম ভরে, সংশ্লিষ্ট তথ্য-সমেত ওখানেই জমা করতে হবে।
আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে টা নতুনভাবে করিয়ে আবেদনকারীর নাম নথিভুক্ত করা হবে।
কারা আবেদন করতে পারবেন ? সকল মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারেন। যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী ও স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত এবং যাদের বয়স ২৫-৬০ বছরের মধ্যে।
যারা নিয়মিত কোনও সরকারি চাকরি থেকে মাসিক আয়/পেনশন পান না।