লক্ষীপেঁচা দেখতে ভিড় ভগবানগোলায়

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন ডেস্কঃ১৮ নভেম্বরঃ বুধবার সকাল সকাল লক্ষ্মীপেঁচা দেখতে ভিড় জমল ভগবানগোলায়। খাচাবন্দী ৮ টি লক্ষ্মীপেঁচা দেখতে ভিড় করলেন আট থেকে আশি । কিন্তু কোথা থেকে এল এই প্যাঁচাগুলি? কেনই বা তাদের খাচাবন্দি করা হল- যার কারণ জানতেই সামনে এলো পুরো বিষয়। স্থানীয় সুত্রে জানা যায়, ভগবানগোলা ১ নম্বর ব্লকের দয়ানগর এলাকার বাসিন্দা তুফান হকের বাড়িতে মঙ্গলবার রাতে বিকট আওয়াজ শোনেন, সন্দেহ হওয়ায় দেখা যায় দুটো প্রাপ্তবয়স্ক লক্ষ্মীপেঁচা সহ তার শাবক গাছে আটকে আছে। সেই সময় প্যাঁচাগুলিকে উদ্ধার করে খাচাবন্দি করা হয় স্থানীয়দের তৎপরতায়। বুধবার সকালে বনদপ্তর এ খবর দেওয়া হয়। এদিন সকালে লালবাগ থেকে বনদপ্তর এর কর্মীরা এসে লক্ষ্মীপেঁচা গুলি উদ্ধার করে নিয়ে যান। উদ্ধার হওয়া প্যাঁচাগুলিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন দপ্তর কর্মী জানান, শুশ্রূষার পর ছেড়ে দেওয়া হবে প্যাঁচাগুলিকে।