লকডাউন মানতে জনগণকে আবেদন পুলিশের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন- ক্রমশই ডানা মেলছে করোনা ভাইরাস। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহে দু দিন করে সম্পূর্ণ লক ডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেই মোতাবেক চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার সম্পূর্ণ লকডাউন রাজ্য জুড়েই। লক ডাউনে শুধু মাত্র জরুরি পরিষেবা সচল থাকবে, বাকি সব ক্ষেত্রেই রাশ টানা হবে। ২৩ শে জুলাই লক ডাউন যাতে কঠোর ভাবে পালন করেন মানুষ, ডোমকল থানার পক্ষ থেকে বুধবার শহরের রাস্তায় চলে মাইকিং। বাজারে, দোকানে, পথে ঘাটে মাইকিং করে পূর্ণ লক ডাউন পালন করার আবেদন জানানো হয়। মাইকিং এর মাধ্যমে সচেতন করতে এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে পথে নামেন উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। গোটা ডোমকল শহরে মাইকিং করে প্রচার চলে। লক ডাউন পালন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।

 

 

See also  DYFI-এর NRC বিরোধী সমাবেশ ভগবানগোলায়