লকডাউনে হরিহরপাড়ায় কড়া ভূমিকা পুলিশের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে তালা বন্ধ মুর্শিদাবাদ। শনিবার লক ডাউনের দিনে ফের কড়া ভূমিকায় পথে নামলেন পুলিশ কর্মীরা। হরিহরপাড়ায় এদিন সকাল থেকে পুলিশের টহলদারি শুরু হয়। রাস্তা ঘাট শুনশান থাকে, দোকানপাটও বন্ধ থাকে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ পিকেট বসে। কোন কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোলেই পুলিশের জেরার মুখে পরতে দেখা গেল অনেককেই। এদিন হরিহরপাড়ার রাস্তায় সাইকেল নিয়ে, চার চাকা গাড়িতে কাউকে যাতায়াত করতে দেখলেই কড়া ব্যবস্থা নেয় পুলিশ। আটকও করা হয় বেশ ক জনকেই। লকডাউনে সমস্ত গণ পরিবহন বন্ধ থাকার নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে হরিহরপাড়া বাস স্ট্যান্ড এলাকায় দেখা যায় একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস, কেন বাসে চেপেছেন- প্রশ্নের মুখে অস্বস্তিতে পরেন যাত্রীরা।

যদিও যাত্রীদের গন্তব্যে পৌছে দেওয়ার পর সেই বাস চালককে আটক করা হয়।