লকডাউনে স্কুল ছেড়েছে শিশুরা, স্কুলে ফেরা কোন পথে ? আলোচনা বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ লকডাউনের মধ্যে বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা, স্কুল ছুট হয়েছে শিশুরা। কীভাবে স্কুলে ফিরবে শিশুরা , সেই আলোচনায় উঠে এল মঙ্গলবার বহরমপুরে সার্কিট হাউসে এক আলোচনায়। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস’এর পক্ষ থেকে মঙ্গলবার বহরমপুর সার্কিট হাউসে জেন্ডার রেসপনসিভ প্রাইভেনশন ও চাইল্ড প্রটেকশনের উপরে সেমিনার হয়। তেরে দেস হোমস ও PISC সংগস্থার উদ্যোগে এই সেমিনার বা কর্মশালার আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBCPCR এর স্টেট্ কোঅর্ডিনেটর অনন্যা চক্রবর্তী, সমাজকর্মী মহুয়া সাঁতরা, সুদেষ্ণা রায় । এছাড়াও উপস্থিত ছিলেন শিশু ও নারীকল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ ভারতী হাঁসদা , জেলা পরিষদের সদস্য রাবেয়া সুলতানা । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘড়ামি, জেলা চাইল্ড প্রটেকশন কমিশনার অর্জুন দত্ত সহ উচ্চপদস্থ অধিকারীকেরা । এছাড়াও জেলা ও জেলার বাইরের বিভিন্ন NGO সংস্থা উপস্থিত ছিলেন এই সেমিনারে। কিভাবে শিশু শ্রমিকের সংখ্যা কমানো যায়, বাল্য বিবাহ রোধ করা যায়, কিভাবে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার কে আরও পোক্ত করা যায় এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।