লকডাউনে খালি পেটেই দিন গুজরান রোগীর আত্মীয়দের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ একদিকে যখন করোনার শৃঙ্খল ভাঙতে লকডাউন বাংলায়, অন্যদিকে চরম ভোগান্তির মুখেও পরলেন অনেকেই। বিশেষ সমস্যায় পরেন রোগীর আত্মীয়রা। লকডাউনে ছাড় জরুরি পরিষেবায়, স্বাস্থ্য পরিষেবা যার মধ্যে অন্যতম। ফলে শহর জুড়ে তালা বন্দী দশা থাকলেও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল তার আওতার বাইরেই। রোগী ভর্তি তাই হাসপাতাল চত্বরেই থাকতে বাধ্য হন রোগীর আত্মীয়রা, কেউ আবার নিজের চিকিৎসার জন্যই আসেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু খিদের জ্বালা মিটবে কি করে? লকডাউনে বন্ধ থাকে সমস্ত খাবারের দোকান। হাসপাতাল সংলগ্ন সমস্ত খাবার দোকান ও হোটেল বন্ধ তাই খালি পেটেই দিন কাটালেন অনেকে।

কেউ কেউ আগের দিনের কেনা মুড়ি খেয়ে কাটালেন, হাসপাতালের ভেতরে একটি মাত্র ক্যান্টিন খোলা, ফলে খিদে মেটাতে সেই ক্যান্টিনেই উপচে পড়ল ভিড়।

বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ