লকডাউনের পরের দিন উপচে পরা ভিড়ে উধাও দূরত্ব বিধি

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ করোনা সংক্রমণ রুখতে সব থেকে বেশি জরুরি সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু রেকর্ড হারে দিন দিন করোনা সংক্রমণ বেড়ে চললেও- অনেক জায়গায় সামাজিক দূরত্ব উধাও। জনবহুল এলাকায়, দোকানে, রাস্তায়, ব্যাঙ্কের সামনে- অসচেতনতার ছবি। বিভিন্ন জনবহুল এলাকায় অবাধে ঘোরাঘুরি করছেন একাংশের জনগণ। কোন দূরত্ব মানা হচ্ছে না, উপরন্তু একে ওপরকে ধাক্কা দিয়ে টপকে যাওয়ার উপক্রম। লকডাউনের পরের দিন বহরমপুর শহরে দেখা গেল উদ্বেগজনক এই ছবি। সকাল থকে বেলা বাড়ার সাথে সাথে সমবায়ীকা মোড়ে তীব্র যানজট থাকে। এছাড়াও ব্যাঙ্কের সামনে উপচে পরে গ্রাহকদের ভিড়, লম্বা লাইনে গা ঘেসাঘেসী করেই দাঁড়িয়ে গ্রাহকদের অনেকেই। এভাবে চললে সংক্রমণ যে আরও বাড়বে? কবে সচেতন হবেন ? উত্তরে একাংশের গ্রাহক কি বলছেন শুনুন-