প্রিয়ঙ্কা দেব বিশ্বাস : ২৫ শে অক্টোবর – বুধবার মুর্শিদাবাদের লালগোলা – শিয়ালদা শাখার সামগ্রিক ভাবে রেলের পরিকাঠামগত সমস্যা খতিয়ে দেখার জন্য পরিদর্শনে এলেন রেলের জেনারেল ম্যানেজার হারিন্দার রাও। তিনি কৃষ্ণপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর তিনটে স্টেশন সরেজমিনে খতিয়ে দেখেন। কথা বলেন রেলের আধিকারিকদের সাথে।
এদিন সকালে মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপুর স্টেশন থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হারিন্দার রাও পরিদর্শন শুরু করেন। তিনি স্টেশন ম্যানেজার, আধিকারিক ও কর্মীদের সাথে কথা বলেন। ঘুরে দেখেন যাত্রী প্রতীক্ষালয়। স্টেশন চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেই জানান জিএম। পাশাপাশি তিনি যাত্রীদের সচেতন করার বার্তাও দেন । যাত্রী সাধারণের অভিযোগ ইএমইউ তে টয়লেট না থাকার বিষয়ে তার বক্তব্য যেহেতু কৃষ্ণনগরে এই ট্রেনগুলির হল্ট রয়েছে সেক্ষেত্রে তার প্রয়োজনীয়তাও কম। নশিপুর আজিমগঞ্জ রেল ব্রিজে সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রেও জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। তারও সমাধানের চেষ্টা চলছে বলেই জানান রেলের জেনারেল ম্যানেজার হারিন্দার রাও।