‘রেড লিপস’ নাকি ‘নো মেক-আপ লুক’? Perfect MakeUp for Puja: সাঈনী আরজু

Published By: Madhyabanga News | Published On:

শাড়ি থেকে জাম্পস্যুট সবই রয়েছে পুজোর সাজ এর তালিকায়। পুজোর সাজ বলে কথা! এক এক দিন এক এক লুক। তবে পোশাকের সঙ্গে মানানসই সাজ না হলে কিন্তু পুজোর লুক একেবারে মাটি! পুজোর টিপস লিখলেন সাঈনী আরজুঃ

আজকাল ন্যাচারাল মেক-আপ অর্থাৎ নো মেক-আপ লুক- কেই প্রাধান্য দিচ্ছেন অনেকেই। পুজোর যে কোনও দিনের সাজে রাখতেই পারেন নো মেক-আপ লুক!
সকালের দিকে এই লুক বেশি মানানসই। রাতের বেলায় যে কোন ওয়েস্টার্ন ড্রেস এর সাথেও করতে পারেন নো মেক-আপ লুক। খুবই জমকালো কোনো পোশাকের সঙ্গে চড়া মেক-আপ করবেন না।

বরং নো মেক-আপ লুক আপনার মুখে এনে দেবে অন্যরকম অভিব্যক্তি। ঠোঁটে হালকা ন্যুড বা পিঙ্ক লিপস্টিক, সামান্য কনসিলার দিয়ে মুখের দাগ, চোখের নীচের কালি ঢেকে নিন, গালে খুব হাল্কা ব্লাশ লাগাতে পারেন এবং চোখের পাতায় লাগান মাসকারা। ব্যস, তৈরি আপনার নো মেক-আপ লুক।

আবার নবমীর সন্ধ্যায় সাজার জন্য বেছে নিতেই পারেন ‘রেড লিপ্স’ অর্থাৎ ‘bold মেক-আপ লুক’।
সময়ের সাথে সাথে বদলেছে মানুষের পছন্দ অপছন্দ, কালো বা সাদা রং কে সমান চোখে এখন দেখা হয় যে কোনও রকমের অনুষ্ঠানে।

কালো, সাদা বা যে কোনো রঙের শাড়ী, সালোয়ার স্যুট কিংবা ওয়েস্টার্ন টপ, লাল ঠোঁটের মোহ-ম্যাজিক সর্বত্র। যেহেতু এখানে ঠোঁটের সাজটাই মূল, তাই মুখে এবং চোখে খুব সামান্য মেক-আপ করবেন।

তবে রেড লিপস হোক আর নো মেক-আপ লুক, হাইলাইটার খুব জরুরি। কপালে, গালে, নাকে, গলায় ও কাঁধে হাইলাইটার লাগান।

ব্যস, পুজোর সাজ এর নকশা তৈরি!