নিজস্ব প্রতিবেদনঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। শুক্রবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রেজিনগরের মরাদীঘি ভাঙ্গা সাঁকোর মোড়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার জেরে আহত হন ১২ জন বাস যাত্রী, যারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক, লরির ভেতরে আটকে পরেন লরি চালক। ৩ ঘণ্টার প্রচেষ্টার পর জে সি বি দিয়ে লরির সামনের অংশ ভেঙ্গে উদ্ধার করা হয় লরি চালককে। দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সুত্রে জানা যায়, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাসটি মালদার কালিয়াচক থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল।
স্থানীয়রা বলছেন, রাস্তা সংকীর্ণ হওয়ায় হামেশাই ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনাও রাস্তার বেহাল দশার কারনেই হয়েছে। অবিলম্বে রাস্তা সম্প্রসারণের দাবি জানানো হয়।
রেজিনগরে ৩৪ নং জাতীয় সড়কে বাস – লরির সংঘর্ষ from IMAGIN CTv on Vimeo.















