রেজিনগরে তৃণমূল বিধায়কের ছেলের নেতৃত্বে থানা ঘেরাও ! প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রেজিনগরঃ তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে এবার থানার বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের । মুর্শিদাবাদে রেজিনগরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। রেজিনগর থানার বাইরে চলল  তৃণমূল বিধায়কের ছেলের নেতৃত্বে বিক্ষোভ। রবিবার  মুর্শিদাবাদে রেজিনগরে থানার বাইরে   বিক্ষোভ  তৃণমূল কর্মীদের। ছিল না দলের ঝান্ডা, তবে বিক্ষোভে শোনা গিয়েছে বিধায়কের নামের স্লোগান। কার্যত থানা ঘেরাও করে বিক্ষোভ। নেতৃত্ব দেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর ছেলে  জামিল চৌধুরী। বিধায়ক পুত্রের দাবি, রবিবার আটক করা হয় এক তৃণমূল কর্মীকে। তাঁকে ছাড়ানোর দাবিতেই ক্ষোভ। দলীয় কর্মীকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ। তবে এই ঘটনায় দলের আভ্যন্তরীন চক্রান্তও থাকতে পারে বলে দাবি বিধায়ক পুত্রের। জামিল চৌধুরী বলেন, গ্রেফতারের পিছনে  “দলীয় চক্রান্তও থাকতে পারে”।

এদিন মোস্তফা মিয়া শেখ নামের এক তৃণমূল কর্মীকে আটক করে রেজিনগর থানার পুলিশ। তাঁর পরেই প্রায় সাড়ে তিনটে নাগাদ শুরু হয় থানার বাইরে বিক্ষোভ। প্রায় এক ঘন্টা  রেজিনগর  থানার বাইরে চলে বিক্ষোভ, থানা ঘেরাও ।   নিজেকে বিধায়ক প্রতিনিধি দাবি করে  জামিল চৌধুরী বলেন, দলের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে। তিনি তাঁদের শান্ত করার চেষ্টা করেছেন।  পুলিশ আশ্বস্ত করেছে রাতেই ছাড়া হবে ওই  তৃণমূল কর্মীকে। ঘটনায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলও। বিধায়ক রবিউল আলম চৌধুরী ঘনিষ্ট তৃণমূল কর্মীদের দাবি, চক্রান্ত করছেন ব্লক সভাপতি আতাউর রহমানই। নিজেদের দাবি নিয়ে বিধায়কের সাথে দেখা করতে যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময়েই গ্রেফতার করা হয় মোস্তফা মিয়া শেখ নামের ওই তৃণমূল কর্মীকে।