রেজিনগরে গ্রাম্য বিবাদে মৃত্যু ১ জনের, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ৩০ মেঃ পুরনো বিবাদের জেরে বাড়িতে হামলা করে এক ব্যক্তিকে খুন রেজিনগর থানার লোকনাথপুরে । হামলার শামিল থাকার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের  তৃণমূল পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর সেখের বিরুদ্ধে। মৃতের নাম আইনুদ্দিন সেখ, বয়স ৬০।  রবিবার দুপুরে ঘটনা ঘিরে উতপ্ত হয়ে ওঠে লোকনাথপুর। অভিযোগ, আইনুদ্দিন সেখের বাড়িতে চড়াও হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর সেখের নেতৃত্বে বেশ কয়েকজন। লাঠি নিয়ে  চলে হামলা।

এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। মূল অভিযুক্ত পলাতক।  গত মার্চ মাসে জাহাঙ্গীদের একটি পোল্ট্রি ফার্ম পোড়ানো নিয়ে আগে অভিযোগ ওঠে  আইনুদিন সেখের পরিবারের বিরুদ্ধে। তার জেরেই এই আক্রমন বলে অনুমান পুলিশের।

মৃতের পরিবারের আরও অভিযোগ, ঘটনায় যুক্ত আছেন তৃণমূল ব্লক সভাপতি আতাউর রহমান। গ্রাম্য শালিসি মানতে চায়নি আক্রান্তের পরিবার। সেই কারণেই হামলা।

তবে, ঘটনার সাথে দলীয় রাজনীতির কোন যোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খান।