এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

রেজিনগরে কড়া কংগ্রেস

Published on: March 23, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৩ মার্চঃ  বিদ্রোহের শাস্তি হাতেগরমে। কংগ্রেস থেকে  বহিষ্কৃত  হলেন রেজিনগরের বিক্ষুব্ধ নেতারা।

রেজিনগর বিধানসভার  বেলডাঙ্গা দুই পশ্চিম ব্লকের সভাপতি ইন্দ্রনীল প্রামাণিককে তিন বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস।

নতুন সভাপতি হচ্ছেন সমীরণ মণ্ডল।  তিনি শক্তিপুর থানার কামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।

রেজিনগর বিধানসভার  যুব কংগ্রেস সভাপতি শাহনাওয়াজ আলমকেও যুব কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে তিন বছরের জন্য। দায়িত্ব পেলেন জাকির হোসেন।

মঙ্গলবার বহরমপুরে দলীয় দপ্তর থেকে এই ঘোষণা করে জেলা কংগ্রেস মুখপত্র জয়ন্ত দাস।

এদিনই রেজিনগর বিধানসভার  কংগ্রেস প্রার্থী পছন্দ না হওয়ায় একাংশের কংগ্রেস নেতৃত্ব দলের প্রার্থীর  বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ জানান।  এই আসনে কংগ্রেস প্রার্থী করেছে কাফিরুদ্দিন সেখকে।

অভিমানী নেতাদের পদত্যাগপত্র

 

রেজিনগর বিধানসভার   যুব  কংগ্রেস সভাপতি  শাহনাওয়াজ আলমের  দাবি, মানুষ কেন কংগ্রেসকে ভোট দেবেন তাই বুঝিয়ে বলতে পারেন না প্রার্থী। প্রার্থী অযোগ্য। পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন  রেজিনগর পশ্চিম কংগ্রেসের নেতা ইন্দ্রনীল প্রামানিকও।

জেলাজুড়েই প্রার্থী নিয়ে দ্বন্দ্ব বাড়ছে কংগ্রেসের অন্দরে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিতেই এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের মত।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now