মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রেজিনগরে অস্ত্র নিয়ে ওঁত পেতেছিল আসামের দুই বাসিন্দা। ২৮শে জুন সন্ধ্যায়, গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থানার রেলগেটের কাছে সিরাজনগর গ্রামে অভিযান চালিয়ে এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছে উদ্ধার হয়েছে ২টি দেশীয় তৈরি ইম্প্রোভাইজড পিস্তল এবং ২টি গুলি। কেন অস্ত্র নিয়ে রেজিনগর এসেছিল তারা? তদন্ত করছে পুলিশ।
রেজিনগরে কী করছিল আসামের দুই বাসিন্দা? বিপজ্জনক অস্ত্র উদ্ধার
Published on: June 30, 2022













