নিজামুদ্দিন সেখ :রেজিনগরঃ শুরুটা হুগলি থেকে তারপর সাইকেলের প্যাডেলে ভর করে এগিয়ে চলা,লক্ষ্য প্রকৃতি রুক্ষতা কাটিয়ে সবুজ গালিচায় এই ভারত সাজানো। এই লক্ষ্য মতো বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে পথ নামলেন দম্পতি প্রদীপ ও সঙ্গিতা । চুচুড়া থেকে রবিবার পৌঁছান তারা রেজিনগর দাদপুরে,সেখানে সন্ধ্যায় নেমে আসে কালবৈশাখি তাই সাহায্য চান দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহসিন সেখের কাছে। তিনি তাদের রাত্রিবাসের ব্যবস্থা করে দেন। তারপর সকালের আলো ফুটতেই আসাম, ত্রিপুরার উদ্দ্যশ্যে রওনা দেন তারা। এদিন তাদের বিদায় জানান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য মুরসালিম সেখ ও অন্যান্য সমাজসেবীরা। দিনদিন বেড়ে চলা গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে বৃক্ষ আমাদের প্রয়োজন, তাই তাদের এই অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকায় মানুষ।
রেজিনগরে আশ্রয় সবুজায়নের লক্ষ্যে সাইকেল ভ্রমনে বেড়ানো দম্পতির
Published By: Madhyabanga News |
Published On:
