রীতি মেনে দর্পণ বিসর্জন কাশিমবাজার রাজবাড়িতে, বাতাসে বিষাদের সুর

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ আজ দশমী। দশমীর সকালে  প্রথা মেনে পুজোশেষে দর্পণ বিসর্জন হল বহরমপুরের কাশিমবাজার রাজবাড়িতে। আবেগবিহ্বল হয়ে পড়লেন রাজবাড়ির সদস্যরা। দু’বছরের অতিমারি কাল কাটিয়ে এই বছর কাশিমবাজার রাজবাড়ির পূজো একদম অন্যরকম। নবরূপে সাজানো হয়েছে  কাশিমবাজার ছোট রাজবাড়ি। নব কলেবরে নবপত্রিকা প্রতিষ্ঠা করেন রানি সুপ্রিয়া রায়।

কাশিমবাজার’ এর বর্তমান যুবরাজ পল্লব রায় জানান,“ গত 300 বছরে আমাদের পুজো কখনো বন্ধ হয়নি। একটা যুদ্ধ আর একটা অতিমারি আমাদেরকে অনেকটাই বিধ্বস্ত করে তুলেছিল। সবকিছুকে অতিক্রম করে আমরা আবার উৎসবের আনন্দে মিলিত হতে পেরেছি এটাই আমাদের কাছে প্রাপ্তি।”