রিপোর্ট পেতে ১৪ মাস ! ধরা পড়ল ক্যানসার, চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ রোগীর পরিবারের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অস্ত্রোপচার প্রায় ১৪ মাস পর বায়োপসি রিপোর্ট হাতে পেলেন রোগীর আত্মীয়রা, আর সেই রিপোর্টে ধরা পরল ক্যান্সার। রিপোর্ট পেতে  ১৪ মাস দেরি কেন ? বহরমপুরের এক চিকিৎসক ও তার ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ আনলেন রোগীর পরিবার ।

পরিবার সুত্রে জানা গিয়েছে ২০২১’এর  ১০ই ফেব্রুয়ারি নাজমুল হক নামে এক রোগীর অস্ত্রোপচার করেন বহরমপুরের এক চিকিৎসক । পরিবারের দাবি ওই চিকিৎসকের কথামতো অস্ত্রোপচারের পর রোগীর বায়োপসি রিপোর্ট করতে পাঠানো হয় । তবে সেই রিপোর্ট হাতে পাননি তার পরিবার । প্রায় ১৪ মাস পর শনিবার সেই রিপোর্ট তুলে দেওয়া হয় পরিবারের হাতে । সেখানেই জানতে পারেন ক্যানসারে আক্রান্ত ওই রোগী।  রিপোর্ট   দেখেই ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, একাধিকবার ওই ক্লিনিকে গিয়ে রিপোর্ট চাওয়া হয়। কিন্তু দেওয়া হয় নি রিপোর্ট। ফের সমস্যা হওয়ায় শুরু করা হয় চিকিৎসা। তখন রিপোর্ট হাতেপান রোগীর পরিবার।
পরিবারের প্রশ্ন,  কেন এই বায়োপসি রিপোর্ট পেতে লেগে গেল ১৪ মাস, এর দায় কার ?

যদিও চিকিৎসক  অভিযোগ মানতে নারাজ । তিনি জানান, রিপোর্ট তিনি করেন না। তিনি পরীক্ষা করতে বলেছিলেন। রোগীর পরিবারেরই রিপোর্ট করে নিয়ে এসে দেখিয়ে নেওয়ার কথা ছিল।