রাস্তা বানিয়েছিল জেলা পরিষদ, হাত দিলেই উঠে আসছে পিচ  ! ক্ষোভ সামশেরগঞ্জে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  হাত দিলেই উঠে আসছে সদ্য   তৈরি হওয়া রাস্তার  পিচ । সদ্য তৈরি হওয়া রাস্তার অবস্থায়  ক্ষোভ দেখা দিয়েছে সামসেরগঞ্জের কাকুরিয়া এলাকায় । রাস্তার কাজ নিয়ে প্রশ্ন উঠছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে কাকুরিয়া থেকে ঘোষপাড়া এবং কাকুরিয়া থেকে মহিষটোলা পর্যন্ত তৈরি হচ্ছে প্রায় আড়াই কিলো মিটার পিচ রাস্তা । সম্প্রতি সেই রাস্তার মধ্যে কাকুরিয়া থেকে ঘোষপাড়া পর্যন্ত পিচ রাস্তার কাজ শেষ হয়েছে । কাজ শেষ হওয়ায় দুদিন পর সকাল রাস্তার কাজ নিম্ন মানের কাজের  অভিযোগ তুলে সামসেরগঞ্জের কাকুরিয়ার বিক্ষোভ দেখান  গ্রামবাসীরা । স্থানীয়দের দাবি নিম্নমানের কাজ হয়েছে রাস্তায়, হাত দিলেই রাস্তার পিচ উঠে আসছে। অবিলম্বে নতুন করে রাস্তা তৈরির দাবি তুলছেন স্থানীয়রা।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ  জেলা পরিষদের সদস্য মহম্মদ মনিরুল ইসলাম। স্থানীয়দের সাথে রাস্তার কাজ খতিয়ে দেখেন তিনি। রাস্তার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক ভাবে শিডিউল মেনে কাজের দাবি তোলেন তিনিও। যদিও গ্রামবাসীদের দাবি মানতে নারাজ ঠিকাদার সংস্থার কর্মীরা। তাঁদের দাবি শিডিউল মেনেই রাস্তার কাজ হয়েছে।