রাস্তায় এক হাঁটু জল – দুর্দশার শেষ নেই ধুলিয়ানে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: বৃষ্টি হলেই জমে জল। রাস্তায় এক হাঁটু জল জমে দুর্দশার শেষ থাকে না। রাস্তায় বড় বড় গর্তে বৃষ্টির জল জমায় জেরবার অবস্থা পথচারীদের। এবছর বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জল যন্ত্রণার এই ছবি মুর্শিদাবাদের ধুলিয়ানে। ধুলিয়ানের রতনপুর থেকে ষ্টেশন মোড় অব্ধি লাগাতার বৃষ্টির জেরে জমে আছে জল। সেই জল পায়ে ঠেলেই জাতায়াত পথচারীদের। স্থানীয়রা বলছেন, ধুলিয়ান বাজার হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠছে এই রাস্তা। যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা হয়া সত্বেও জল নিষ্কাশনের কন ব্যবস্থাই নেই।

একদিকে রয়েছে সামসেরগঞ্জ ব্লক অফিস, অন্যদিকে ডাকবাংলা মোড় থেকে রতনপুর স্টেশন- প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাচল করছে গাড়ি, মালবাহী গাড়ি, ভ্যান, অটো। কিন্তু রাস্তার বেহাল অবস্থায় যে কন স্ম্যে দুর্ঘটনা ঘটার আশংকা।

এক হাঁটু জল জমে থাকায় দুর্ভোগের শেষ নেই। উঠছে রাস্তা মেরামতির দাবি।

কবে জল নিষ্কাসন হবে, কবে জমা জলের হাত থেকে রেহাই মিল্বে- সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।