রাস্তাজুড়ে খানাখন্দ, ওঁত পেতে বিপদঃ বহরমপুর – জলঙ্গী রাজ্য সড়কে মরণফাঁদ! Murshidabad Road Condition

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের অন্যতম ব্যস্ত রাস্তা। সেই রাস্তা জুড়েই খানাখন্দ। জায়গায় জায়গায় যেন কংকাল সার অবস্থা । বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কে চলাচল করতে  গিয়ে প্রাণ ওষ্ঠাগত গাড়িচালক থেকে বাইক আরোহীদের। কখনো উল্টে যাচ্ছে গাড়ি, কখনো রোগী নিয়ে এম্বুলেন্স সময় মতো পৌঁছতেই পারছে না হাসপাতাল। তবুও এভাবেই কাটছে দিন। হেলদোল নেই কারো। ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

অনেকেই জানাচ্ছেন, কষ্ট সহ্য করে যাতায়াতে একপ্রকার অভ্যস্থ হয়েছেন।  এই  দুর্ভোগ বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কজুড়েই ।

নিত্য যাত্রী সরোজ মন্ডল অবশ্য দায়ী করছেন রাজনীতির নেতাদের। প্রবীণ এই সরকারী কর্মচারীর কথায়,  “ ভোট আসে,  ভোট যায়। মাঝে গর্ত ভরাট হয়, আবার ফিরে আসে পুরনো অবস্থাতেই। লাভের লাভ হয়না কিছুই। প্রাণ হাতে নিয়ে যাতায়াত চলছে এভাবেই” ।

 

 

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরাও হতাশ। যেমন বেহাল রাস্তা, তেমন ভোগান্তি ।পথ চলতিদের দুর্দশার কি শেষ হবে না? প্রশ্ন ব্যবসায়ী কৃষ্ণেন্দু বাগের।

টোটো থেকে বাইক চালক প্রত্যেকেই হতাশ। দুর্দশা কাটে না, শীত গ্রীষ্ম বর্ষা ভোগান্তির শেষ থাকে না। মাঝে মাঝে চলেও যাচ্ছে অকাল প্রাণ। বেহাল রাস্তা দিয়ে বাস চালাতেও আতঙ্কিত চালক থেকে যাত্রীরাও ।