নিজস্ব প্রতিবেদনঃ দিন দিন করোনা রেকর্ড ব্রেক হচ্ছে দেশে। রাজ্য থেকে জেলা বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে দাঁড়িয়ে বহু প্রতীক্ষার পর ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হতে চলেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত থাকতে পারেন একাধিক হেভিওয়েট নেতৃত্ব। ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যার একাধিক জায়গা। আর এই নিয়েই রাজ্য থেকে জেলায়, রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। কংগ্রেসের দাবি, করোনা আবহে জমায়েত এড়িয়ে চলাই শ্রেয়। যদিও করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য কেন্দ্র উভয়েই ব্যারথ।
৫ ই অগাস্ট পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন। ফলে বিশেষ এই দিনটিতে রাজ্য কেন লকডাউনের দিন পরিবর্তন করল না- তা নিয়ে গেরুয়া শিবিরের নিশানায় রাজ্যের শাসক দল।
স্পেশ্যাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ