বেদান্ত চট্টোপাধ্যায়ঃ মধ্যবঙ্গ নিউজঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কে দর্শনের গঙ্গা,বিজ্ঞানের সরস্বতী ও সাহিত্যের যমুনা বলা হয় | ৫ই ভাদ্র ১২৭১ বঙ্গাব্দে জেমো,কান্দি এলাকায় জন্মগ্রহণ করেন এই বিজ্ঞানী | তাকে শুধুমাত্র বিজ্ঞানী বললে বড় ভুল করা হবে ; তার বিজ্ঞানচেতনা,দর্শনচিন্তা এই সময়ে দাঁড়িয়েও যুব সমাজকে বিশেষভাবে উদ্বুদ্ধ করতে পারে |
পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত হাতেগোনা কয়েকজনই প্রেমচাঁদ রায় ছাত্রবৃত্তির লাভ করেছেন | রামেন্দ্রসুন্দর তাদের মধ্যে অন্যতম একজন | বর্তমানে কলকাতার যে বঙ্গীয় সাহিত্য পরিষদ তার অধিকাংশই রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ভাবনা ও পরিকল্পনায় গঠিত | বর্তমানে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আধিক্য অনেক কম তবে সেই আমলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অগ্রগতি আনেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বঙ্গীয় সাহিত্য পরিষদ এর সহায়তায় | বর্তমানে যে সাহিত্য সম্মেলন গুলি দেখা যায়, প্রথম বঙ্গ সাহিত্য সম্মেলন তারই মস্তিষ্কপ্রসূত |
তাঁর জন্মস্থান নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক, কেউ বলেন তাঁর জন্ম কান্দিতে আবার কেউ বলেন তাঁর জন্ম বনগাঁ আবার কেউ বলেন তার জন্ম মুর্শিদাবাদের টেয়া নামক অঞ্চলে | তবে বেশিরভাগ ক্ষেত্রেই জানাযায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জন্ম হয়েছিল মুর্শিদাবাদের কান্দিতে | কান্দিতে তাঁকে স্মরণ করে তৈরি হয়েছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সংগ্রহশালা |
তবে দুর্ভাগ্যের বিষয় রামেন্দ্রসুন্দর সেতু মুর্শিদাবাদ জেলায় রইল তাকে অনেক মানুষ বহরমপুর সেতু হিসেবেই চেনেন | জেলার অধিকাংশ গবেষকের মত তাকে নিয়ে শুধুমাত্র বই- পত্রেই চর্চা হয়েছে, তাও খুব কম | সে ক্ষেত্রে মুর্শিদাবাদের বুকে অর্থাৎ বহরমপুরে একটি সংগ্রহশালা অথবা গবেষণা কেন্দ্র যদি তাকে নিয়ে করা যেত তা সত্যিই খুব ভালো হতো বলে জানাচ্ছেন জেলার বিশিষ্ট গবেষক এবং লেখকরা|
সেই অর্থে মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র হওয়া সত্ত্বেও তাকে ভুলতে বসেছে জেলাবাসী | রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জেলা ছাড়াও গোটা দেশ এবং রাজ্যের কাছেও একটি নাম | তবে বর্তমানে তাকে নিয়ে চর্চার অভাবে রয়েছে এমনটাই জানাচ্ছেন বিভিন্ন গবেষক মহল |