এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

রান্নার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর

Published on: January 15, 2018

ফারহাদ হোসেন :বহরমপুর ১৫ই জানুয়ারী –     রান্না করার সময় গায়ে আগুন লেগে মৃত্যু হল এক গৃহবধূর। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জিয়ারকুন্দ গ্রামের ঘটনা। আশংঙ্কাজনক অবস্থায় কবিতা সিংহ নামে ঐ গৃহবধূকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। বাড়িতে একাই ছিলেন গৃহবধূ কবিতা সিংহ। জানা যায়, রবিবার সন্ধ্যায় পাট কাটি দিয়ে আগুন জ্বালিয়ে উনুনে খিচুড়ি রান্না করছিলেন, সেই সময় অজান্তেই উনুনের আগুন কাপড়ে লেগে যায়, এরপরেই গৃহবধূর চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে এসে জল ঢেলে তাকে উদ্ধার করে। আগুনে পুড়ে যায় শরীরের অধিকাংশই। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। হাস্পাতালেই মৃত্যু হয় গৃহবধূর। এই ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now