রানিনগরে  রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিক্ষককে হুমকি, গালিগালাজ পঞ্চায়েত প্রধানের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রানিনগরঃ  “ আমি প্রধান হিসেবে বলছি, আপনি এলাকায় নোংরামি করছেন।আপনার মতো শিক্ষিত লোক আমার এলাকায় দরকার নেই। চুপচাপ   ডোমকল চলে   যান” । রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত, প্রাক্তন শিক্ষককে রানিনগরের   বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নিদান দিচ্ছেন  গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভাইরাল হল সেই ফোন কলের ভিডিও।  ভিডিওতে শোনা যাচ্ছে দুজনের গলা, একদিকে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান, অন্যদিকে মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম।

মুর্শিদাবাদের রাণীনগর থানা এলাকার মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি আতাউর রহমানের। ডোমকলের ভবতরণ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন আতাউর রহমান।  শিক্ষকের পরিবারের অভিযোগ,  মিথ্যা মামলা দিয়ে ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষককে নামে অভিযোগ দায়ের করা হয় রানীনগর থানায় ।সাত দিন ধরে বাড়ি ছাড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান । এর মধ্যেই ভাইরাল হয়েছে  তৃণমূল প্রধানের হুমকি ফোনের  ভিডিও ।  ফোনে গালিগালাজ করতেও শোনা গিয়েছে পঞ্চায়েত প্রধানকে।  ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম স্বীকার করেছেন, ওই কন্ঠস্বর তারই।  তবে  কেন প্রাক্তন শিক্ষককে  এলাকা ছেড়ে যেতে বলেছেন তার পিছনে নানান যুক্তি খাড়া করেছেন। প্রধানের দাবি, এলাকায় অশান্তি তৈরী করতে চাইছেন প্রাক্তন শিক্ষক।