রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমা, হামলা; অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেতা

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদের Murshidabad  রানিনগরে তৃণমূল কংগ্রেস ব্লক  সভাপতির গাড়ি লক্ষ্য করে বোমা । বোমা হামলায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শাহ আলম সরকার Saha Alam Sarkar TMC  । রবিবার সন্ধেয় রানিনগরের কার্তিকের পাড়ায়  এই ঘটনা ঘটে।

বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস TMC  নেতৃত্ব। যদিও বিরোধীদের দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। শাহ আলম সরকার রানিনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি।

রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন Soumik Hossain  বলেন, শাহ আলম সরকার আমার নির্বাচনী এজেন্ট ছিলেন। শাহ আলম সরকারকে শেষ করার পরিকল্পনা করে বিজেপি , কংগ্রেস এবং সিপিআই(এম) একসাথে এই ঘটনা ঘটিয়েছে।সৌমিকের দাবি, এখানে কোন গোষ্ঠী কোন্দল নেই। সৌমিকের মূল অভিযোগ বিজেপি’র দিকেই।

যদিও এই ঘটনা গোষ্ঠী কোন্দলের ফল বলেই মন্তব্য করেছেন বিজেপি BJP  নেতা গৌরী শংকর ঘোষ Gouri Shankar Ghosh ।

আহত নেতা এবং গাড়ির চালক ও শাহ আলম সরকারের এক সঙ্গীকে  নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান গাড়ির চালকের  অবস্থা আশঙ্কাজনক । হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়ির সামনের অংশ। স্থানীয় সূত্রে জানা যায় আহত হয়েছেন তৃণমূল নেতার নিরাপত্তারক্ষীও।

 

বর্তমানে রানিনগরের অবস্থা উত্তপ্ত। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।