রাতের বাস ধাক্কা মারল গাছে, ভয়ঙ্কর পরিণতি Domkal Bus Hits Tree

Published By: Madhyabanga News | Published On:

একই দিনে জোড়া বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে। নবগ্রামের পর শীতের রাতে ডোমকলে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস । নিয়ন্ত্রন হারিয়ে সজোরে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের। ঘটনায় মৃত্যু বাস চালকের। গুরুতর আহত হন ৩০ জন যাত্রী। মৃত বাস চালকের নাম সাগির সেখ, নদীয়ার কুচায়ডাঙ্গা এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যেয় বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমকলের হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাতটা নাগাদ বহরমপুর থেকে জলঙ্গীর  রওনা দিয়েছিল মা নষ্করী নামের বেসরকারী বাসটি। হাড়ুড়পাড়া মোড় আসতেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে Domkal Hospital  । আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medicak College Hospital  পাঠানো হয়। বাকীদের ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালেই চিকিৎসাধীন।

বাস দুর্ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনাস্থল থেকে বাস টিকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যান ডোমকল এসডিপিও SDPO Domkal  ফারুক মহম্মদ চৌধুরী। কীভাবে বাস চালক নিয়ন্ত্রণ হারাল, গতিবেগ বেশী ছিল না গাফিলতি! কী কারণে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ল – খতিয়ে দেখছে পুলিশ।