রাজ্য সরকারের নতুন সরকারী প্রকল্পে উপকৃত হবে পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী ও বেকাররা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সভায় উপস্থিত ছিলেন মালদা, মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকেরা। সেই সভা থেকেই নানান নতুন প্রকল্পের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু ছাত্রছাত্রী ও বেকারদের জন্য এদিন নতুন প্রকল্প ঘোষণা করেন তিনি। ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক’ নামে একটি ওয়েব পোর্টালের মাধ্যমে ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের  সমস্ত নথি ও বিমা সংক্রান্ত ব্যবস্থা থাকবে। বাইরে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করতে যান তাঁদের জন্য ‘আপন বাংলা’ নামে একটি নতুন পোর্টালের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেকারদের জন্য ব্যবসা খাতে পাঁচ লক্ষ টাকা ঋণ দেবে সরকার। ‘ভবিষ্যৎ’ নামে এই স্মার্টকার্ডের ঋণের জামিনদার হবে রাজ্য সরকার। সংখ্যালঘুদের জন্যও বাইরে পড়তে যাবার আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। জামিনদার হয়ে তাঁদের পড়তে পাঠাবে সরকার। এই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ” কোনও সংখ্যালঘু মানুষ যেন দারিদ্রতার জন্য পড়তে পারছে না এমন না হয়। পড়াশোনার অধিকার সবার। কোনও দরিদ্র মানুষ যেন শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। “