এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

রাজ্যে বাড়ছে লটারি, অন লাইন ফ্রড! উল্টোডাঙায় টাকা উদ্ধারে দাবি অধীরের

Published on: October 20, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফের টাকা উদ্ধার রাজ্যে।  কলকাতায় আবার উদ্ধার ১ কোটির উপরে টাকা এবং ৬০ কোটি টাকার বিট কয়েন। এই   প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি   অধীর চৌধুরী বলেন,  এটা অনলাইন ফ্রড চলছে।  বিট কয়েনের নামে ফ্রডিং চলছে।   এ বাংলায় এবং কলকাতায়  দুর্নীতি গজিয়ে উঠেছে।   বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লটারি নামক জুয়া রমরম করে ওলিতে গলিতে বিস্তার হয়েছে,  ঠিক তেমনি করে নতুন করে ইন্টারনেট ফ্রড এবাংলায় বাড়ছে।  অধীর আরও বলেন,   বাংলার যুবক যুবতীদের হতাশাকে পুঁজি করে শিক্ষাক্ষেত্রে ফ্রড, ইন্টারনেট ক্ষেত্রে ফ্রড সর্বত্র আজ ফ্রডদের রাজত্ব  তৈরি করেছে । এর পিছনে সব থেকে বড় কারণ  বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যার্থতা।   মুখ্যমন্ত্রীর এবং সরকারি দলের রাজনৈতিক প্রশ্রয় সবকিছু দায়ি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now