মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১২ এপ্রিলঃ করোনার দ্বিতীয় ঢেউ দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজ্যে। ১২ এপ্রিল সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা একদিনে বেড়েছে ৪,৫১১ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।
মুর্শিদাবাদ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ জন।
মুর্শিদাবাদ জেলাতেও প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েই করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে তৈরি মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর। ২৪ ঘণ্টা পরিষেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। তবে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগও বাড়ছে। ফলত, সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার করা- স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।
কিছু দিন আগে পর্যন্ত যেখানে বহরমপুরে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল শুন্য। এখন সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। সোমবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ এ কে বেরা জানান, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় বেড সংখ্যা ১৭৫, উপসর্গহীন রোগীদের জন্য বেড সংখ্যা ১২৫।