রমজান শুরু হতেই বাজারে শুরু কালোবাজারি !

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ সামসেরগঞ্জঃ ৩০ টাকার শসা ৬০ টাকা কেজি ! ৩ টাকার লেবু ৬ টাকা পিস ! হ্যাঁ রমজান মাসের প্রথম দিনেই এমনই ছবি দেখা গেল সামশেরগঞ্জের বাসুদেব বাসুদেবপুর বাজারে । রমজান শুরু হতেই কার্যত বাজারে শুরু কালোবাজারি । এক লাফে বাড়িয়ে দেওয়া হলো বিভিন্ন সামগ্রীর দাম। সারা দিন উপবাসের পর সন্ধ্যান উপবাস ভাঙেন ধর্মপ্রাণ মানুষ । সেই সময় সশা , খেজুর ও লেবু খুব দরকারি ফল । প্রতি বছরই দেখা যায় রমজান মাস পড়তেই কার্যত যেন বাজারে আগুন লেগে যায়। শুক্রবার রমজান মাস শুরু হতেই বাসুদেরপুর বাজারে কালোবাজারির অভিযোগ উঠছেন সাধারণ মানুষ। তাঁদের দাবী রমজান মাসে আসলে কৃতিম ভাবে জিনিস পত্রের দাম বাড়ানো হচ্ছে।
শুক্রবার বাসুদএব বাজারে ফলের বাজার দর এক নজরে দেখে নেবঃ
শসা: ৫০ থেকে ৬০ টাকা কেজি
কাগজি লেবু: ৫ থেকে ৬ টাকা পিস
কলা: ৪০ থেকে ৪৫ টাকা কেজি
তরমুজ: ২০ থেকে ৩০ টাকা কেজি
মোসাম্বি : ৮০ টাকা কেজি
আপেল: ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।
কেজি প্রতি ৫-১০ টাকা দাম বেড়েছে খেজুরেরও। তবে এই দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতা মহম্মদ সাদেকের দাবি, দাবী সামান্য দাম বেড়েছে জিনিস পত্রের।

তবে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা ফল থেকে সমস্ত কিছুর দাম বাড়ার কথা জানালেও তা মানতে নারাজ বাজার কমিটি। বাজার কমিটি সদস্য নিমাই চন্দ্র দাসের দাবি, এখনও দাম বাড়েনি, সপ্তাহ খানেক পর হয়তো বাড়তে পারে জিনিস পত্রের দাম। তবে ক্রেতাদের হাতে লাগছে ছ্যাঁকা।