রবীন্দ্রসদনে বিশ্ববাংলা শারদ সম্মান

Published By: Madhyabanga News | Published On:

সোমবার বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হলো বিশ্ববাংলা শারদ সম্মান ২০২১ | জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সম্পূর্ণ কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে | এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানেরে উদ্বোধন করেন | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরদ কুমার দিবেদী, জেলা এস.পি শবরি রাজকুমার, মুর্শিদাবাদে সাংসদ আবু তাহের খান,মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা বন্দোপাধ্যায় ও অন্যান্য আধিকারিকরা | এদিন মুর্শিদাবাদের ১৪ টি পুজো কমিটি কে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয় | বহরমপুর থেকে সেরা প্রতিমা শারদ সম্মান পায় লোয়ার কাদাই সার্বজনীন দুর্গোৎসব কমিটি,সেরা মণ্ডপ ভট্টাচার্য পাড়া পুজো কমিটি| সেরা পুজো পুরস্কার পেয়েছেন আমড়াতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি | সেরা কোভিড সম্মান পেয়েছেন জেল রিক্রিয়েশন ক্লাব | এছাড়াও জেলার বিভিন্ন ব্লকের পুজো কমিটি কে শারদ সম্মান দেওয়া হয় |

শারদ সম্মানের মঞ্চ থেকে জেলা প্রশাসক সকল বিজয়ীদের শুভেচ্ছা জানান | ও সকল কে কোভিড সচেতনতা বার্তা দেন | সাংসদ আবু তাহের খান ওই মঞ্চ থেকেই সম্প্রীতির বার্তা দেন | পাশাপাশি বলেন ‘যে পুজো কমিটিরা আজ সম্মানিত হলেন তারা মুর্শিদাবাদের গর্ব’ | উপচার্য সুজাতা বন্দোপাধ্যায় বলেন,’জেলার পুজো মণ্ডপ ও প্রতিমা যেভাবে সেজে উঠেছিল তা সত্যি অনবদ্য ‘ | পাশাপাশি তিনি আরও জানান বিশ্ববিদ্যালয় জেলার শিল্প নিয়ে ভবিষতে অনেক কাজ করবে | অন্যান্য অধিকারীকরা সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান |যে পুজো কমিটিরা সেরা হলেন তাঁরা সকলেই উচ্ছসিত ছিলেন |জেলার সেরা পুজো আমড়া তলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সদস্যরা বলেন,’এই পুরস্কার আমাদের পরের বছরের পুজোর জন্য অনেক উৎসাহিত করে | সামনের বছর আরও ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করবো শহরবাসি কে’ |শহরের পুজো কমিটি গুলির পাশাপাশি জেলার বিভিন্ন জায়গার বিজয়ী পুজো কমিটির মধ্যে বেশ আনন্দ দেখা গেলো |