এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

২৪ ঘন্টায় সংক্রমণ কমল ১ লক্ষ ১৪ হাজার ২১৬, রবিবারের রিপোর্টে কমেছে মৃত্যুর সংখ্যাও

Published on: May 30, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ৩০  মেঃ দৈনিক সংক্রমণ কমল রবিবারও।  ভারতে  দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা হ্রাসের প্রবণতা বজায় রেখে রবিবার নতুন সংক্রমণ  ১.৬৫ লক্ষে নেমে আসে। রবিবার সকালে শেষ ২৪ ঘন্টার হিসেবের ভিত্তিতে এই তথ্য দেয় স্বাস্থ্যমন্ত্রক। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনায়  মৃত্যু হয়েছে ৩,৪৬০ জনের। দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা নেমেছ  সাড়ে তিন হাজারের থেকে কম হওয়ায় আশাবাদী স্বাস্থ্যকর্তারা ।   দৈনিক নতুন সংক্রমণ  গত ৪৬  দিনের মধ্যে সর্বনিম্ন।

 

গত ২৪ ঘন্টা সংক্রমণ কমেছে ১ লক্ষ ১৪ হাজার ২১৬। বর্তমানে   সক্রিয় করোনা রোগীর সংখ্যা  কেসলোড আরও ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।

সারা দেশে এখন পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।   গত ২৪ ঘন্টায় দেশে মোট ২ লক্ষ ৯ হাজার ৩০৯ জন কোভিড আক্রান্ত সুস্থ হয়েছেন।ক্রমাগত ১৭ দিনের জন্য  দৈনিক নতুন সংক্রমণের চেয়ে আরও বেশি দৈনিক সুস্থতার সংখ্যা ।

 

সুস্থ হওয়ার  হার 91.25% এ বৃদ্ধি পেয়েছে । মোট ৩৪.৩ কোটি করোনা পরীক্ষা হয়েছে।   দেশব্যাপী ভ্যাকসিনেশন ড্রাইভের আওতায় মোট  ২১.২ কোটিরও বেশি  ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে ৩০.৩৫ লক্ষের বেশি টীকা ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now