রবিবার থেকে লকডাউন রাজ্যে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৫মেঃ রবিবার থেকে আরো কড়া বিধি লাগু হচ্ছে   পশ্চিমবঙ্গে।

৩০ মে পর্যন্ত চলবে লকডাউনের মতো ব্যবস্থা।

সমস্ত সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান  বন্ধ থাকবে। জরুরি পরিষেবা চালু।

শপিং কমল্পেস্ক, বার, জিম, মার্কেট কমপ্লেক্স, সিনেমা হল বন্ধ থাকবে।

রিটেল , বাজার, সব্জি বাজার, খুচরো দোকান , মুদিখানা, মাংস, ডিমের দোকান সকাল ৭ টা থেকে সকাল ১০ টা অবধি খোলা থাকবে।

১০ টা থেকে বেলা ৫ টা মিষ্টির দোকান খোলা।

ওষুধের দোকান, চশমার দোকান খোলা থাকবে ।

বন্ধ থাকবে সরকারি, বেসরকারী পরিবহণ।

ওষুধের দোকান, চশমার দোকান খোলা থাকবে।

লঞ্চ ফেরি সার্ভিস বন্ধ থাকবে।

হাসপাতাল, নির্সিংহোম, মিডিয়া , জরুরী পরিষেবার জন্য থাকছে যান চলাচলে ছাড়।

ই কমার্স, হোম ডেলিভারি সব পণ্যের ক্ষেত্রে চালু থাকবে। সকাল ১০ টা থেকে বেলা ২ টো অবধি ব্যাংক চালু থাকবে শুধু এটিএমের কাজের জন্য। বন্ধ থাকবে কেন্দ্রীয় সরকারের অধীন অফিসও।

রাত্রি ৯ টা থেকে ভোর পাঁচ’টা সকল যান চলাচল, মানুষের যাতায়াত,  জমায়েত বন্ধ থাকবে।