রবিবার তৃণমূলের পাল্টা সভাঃ তাহলে কংগ্রেস শক্তিহীন নয় ? কটাক্ষ অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে সভার পর রবিবার ওই সভাস্থলেই মিটিং’এর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর,  সভায় মুখ্য বক্তা হিসেবে থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সভা নিয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ  অধীর রঞ্জন চৌধুরী  বলেন, তৃণমূলের সভা সফল করতে বিডিও, এসডিও, ডিএম পুলিশকে পাবে তৃণমূল। অংশগ্রহণকারীদের টাকা দিতে পারবে তৃণমূল। ৬ তারিখ তৃণমূল সভা করতেই পারে । তাতে কোন অসুবিধা নেই। আমাদের মোকাবিলা করার জন্যই তারা ময়দানে নামবেন।

অধীর বলেন, কংগ্রেস সভা করার পর তৃণমূলকে সভা করতে হচ্ছে। তার মানে এটাই যে কংগ্রেসকে শক্তি বলে গণ্য করতে হচ্ছে। কংগ্রেস শক্তিহীন হলে কংগ্রেসের সভার তিন দিন পর সভা করতে হচ্ছে না।

অধীরের দাবি, ওইদিন সরকারি প্রোগ্রাম হবে। স্বয়ম্ভর  গোষ্ঠীর মহিলাদের ধরে ধরে নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার জেলাজুড়ে যোগদান সভা করেছিল তৃণমূল। কংগ্রেসের সভার দিনেই যোগদান কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন অধীর।

 

See also  RG Kar Issue আরজিকর কান্ডে মমতাকে নিশানা অধীরের