নিজস্ব সংবাদদাতা খড়গ্রাম ৪ঠা জুলাই- রোজকার মতো রথের দিনও বাড়ি থেকে খেলতে বেড়িয়েছিল বালকটি। বলেছিল, রথ সাজাতে রঙিন কাগজ কিনতে যাচ্ছে। কিন্তু তারপর! রহস্যজনক ভাবেই নিখোঁজ। কোথায় গেল সে? হন্যে হয়ে খোঁজে পরিবার। থানায় হয় অভিযোগ। যদিও মেলেনি খোঁজ। আর নিখোঁজের চারদিনের মাথায় এমন ভয়ংকর দৃশ্য দেখে চমকে উঠল গোটা গ্রাম। খড়গ্রামের মহম্মদপুর গ্রামে সোমবার সকালে গ্রাম জুড়ে নেমে এল শোকের ছায়া। বাঁশবাগান থেকে ঐ বালকের পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে বালকের দেহ সনাক্ত করে। মা , বাবা, ঠাকুমা আত্মীয় সজন, পাড়া পড়শী রা শোকে কাতর।
খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে রহস্যজনক মৃত্যুর কারন খুঁজতে আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। প্রতিবেশীরা অনেকেই খুনের অনুমান করছেন।
ঠিক কি ঘটেছিল বালকটির সাথে? বাড়ি থেকে বেড়িয়ে কোথায় যায় সে? কোন পারিবারিক শত্রুতার শিকার? নাকি স্রেফ দুর্ঘটনা? রহস্যে মোড়া ঘটনার তদন্তে খড়গ্রাম থানার পুলিশ।
রথের দিন নিখোঁজ বালকের পচাগলা দেহ উদ্ধারে রহস্য খড়গ্রামে
Published By: Madhyabanga News |
Published On:
