রণক্ষেত্রের চেহারা নিল জলঙ্গী, BSF’এর বিরুদ্ধে মারধোরের অভিযোগ কৃষকদের, বিএসএফের গাড়ি ভাঙল উত্তেজিত জনতা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৩জুনঃ বিএসএফের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল জলঙ্গী।  স্থানীয় কৃষকদের সাথে বিএসএফ কর্তাদের বিবাদে  উত্তপ্ত হল পরিস্থিতি।   স্থানীয় কৃষকদের অভিযোগ, ফরাজিপাড়া ফেরিঘাটে কৃষকদের চরে নামতে বাধা দেওয়ায় হচ্ছিল দীর্ঘদিন ধরেই।  বৃহস্পতিবার সকালে হেনস্থা করা হয় বিএসএফ এর তরফে। মারধর করা হয় বলেও অভিযোগ।  প্রতিবাদে রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ কৃষকরা। পাল্টা বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারী কৃষক ও বিএসএফের আধিকারিকদের সাথে আলোচনায় বসেন স্থানীয় জনপ্রতিনিধি। কৃষকদের দাবী, তাদের নির্বিঘ্নে চরে চাষবাস করতে দিতে হবে।