মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০মেঃ বুধবার রাতে রঘুনাথগঞ্জের মিদ্যাপাড়ায় বজ্রাঘাত আহত হলেন ১৫ জন। মৃত্যু ঘটে এক যুবকের।
মৃতের নাম মন্টু সেখ, বয়স ২৫। গ্রামবাসীরা জানান, রাত্রে আমবাগানে বসে ছিলেন মন্টু সেখ এবং গ্রামের আরো মানুষ। সেই সময় শুরু হয় ঝড়। বাজ পড়ে আমবাগানে। ঘটনাস্থলেই বাজ পড়ে মৃত্যু হয় ওই যুবকের।

আহত প্রায় ১৫ জনকে স্থানীয়দের সহায়তায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
 
					 
			